৫ আগস্টের পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বক্তব্যের শুরুতে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপি মহাসচিব। স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের, একইসঙ্গে ২৪-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরও স্মরণ করেন।