ফাইল ছবি
দেশের অনেক এলাকায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। উত্তরাঞ্চল থেকে শুরু করে উপকূলীয় এলাকা, সবখানেই কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা থমকে যায়। কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ সময়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ছিন্নমূল মানুষ, দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছে। শীতের এ তীব্রতা থাকবে আরও কয়েকদিন।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শীতের এ তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। ফলে সারাদেশে শীতের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের ২২ অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার চেয়ে কম।
আরও পড়ুন<<>>যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে
এদিকে নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তপশ্চিম দিকে সরে গিয়ে ১০ জানুয়ারি শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































