Apan Desh | আপন দেশ

‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৮, ১০ জানুয়ারি ২০২৬

‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে’

ছবি : আপন দেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি  হোটেলে সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপি মহাসচিব। স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের, একইসঙ্গে ২৪-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরও স্মরণ করেন।

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমলীগর বলেন, ‘বেশ কঠিন সময় তারেক রহমান ১৭ বছর পর দেশে এসেছেন। সবাই প্রত্যাশা করছেন তার কাছে। সবাই আশা করছেন উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে বাংলাদেশ।’

আরও পড়ুন : সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় শুরু

তিনি আরও বলেন, ‘তারেক রহমান নিজেই আগ্রহ প্রকাশ করেছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য। সে সুযোগ তিনি চেয়েছিলেন। আজ তার সুযোগ তৈরি হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়