Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন ফিফা সভাপতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৭, ৯ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন ফিফা সভাপতি

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো এক শোকবার্তায় ফিফা সভাপতি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। 

আরও পড়ুন<<>>খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণে আবেগাপ্লুত বুলবুল

শোকবার্তায় জিয়ান্নি ইনফান্তিনো উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।

তিনি শোকবার্তায় আরও বলেন, আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে বাংলাদেশের সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ফিফা সভাপতির এ শোকবার্তার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বাফুফে জানায়, আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের এ সহমর্মিতা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের।

আপন দেশ/ এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়