উপস্থিত লাখো নেতাকর্মীর গণসংবর্ধনা গ্রহণ করেছেন তারেক রহমান।
প্রায় দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গ্রহণ করেছেন গণসংবর্ধনা। সেখানে উপস্থিত লাখো নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন তিনি। ছবিতে দেখুন দেশে নামার পর থেকে গণসংবর্ধনা অনুষ্ঠান পর্যন্ত তারেক রহমানকে ঘিরে পুরো আয়োজন।
বাংলাদেশে (২৫ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন। এরপর তারেক রহমান ও তার পরিবারকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা।
দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হন তারেক রহমান। বাসের সামনে থেকে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন। তাদের সালাম দেন। লাল–সবুজ রঙের একটি বাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় গণসংবর্ধনাস্থলের যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, সেখানে আগে থেকে অপেক্ষারত লাখো মানুষের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান।












বক্তব্য শেষে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে সমাবেশস্থল থেকে এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































