অতি বৃষ্টি আর বন্যার অজুহাতে গত দুই সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির দাম। ক্রেতাদের সবচেয়ে বেশি অস্বস্তি ফেলেছে কাঁচা মরিচ। অতি জরুরি এ কাঁচা পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। চারশ টাকায় পৌঁছে গিয়েছিল কেজি। কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও এবার বাড়তি পেঁয়াজের দাম। এ ছাড়া চালের বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে বয়লার মুরগির দামও। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।