Apan Desh | আপন দেশ

সিএমজেএফ সভাপতি মনির, সম্পাদক আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১০, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:১২, ২ জানুয়ারি ২০২৬

সিএমজেএফ সভাপতি মনির, সম্পাদক আহসান হাবিব

ছবি: আপন দেশ

শেয়ার বাজারভিত্তক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এর সভাপতির নেতৃত্বে এসেছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মনির হোসেন। তিনি গোলাম সামদানী ভূইয়ার স্থলভিষিক্ত হবেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আহসান হাবিব রাসেল(ডেইলি স্টার)। তিনি আবু আলীর স্থলাভিষিক্ত হবেন।

শুক্রবার (০২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন সিএমজেএফ কার্যালয়ে সংঘঠনের দ্বি-বার্ষিক সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনের এ ফলাফল ঘোষণা করা হয়।

গত ১৭ ডিসেম্বর তারিখে ঘোষিত তফসিল শেষে নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১১ পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশে থাকা ৮১ জন সদস্য ভোট প্রদান করেন। সবগুলো বৈধ ভোট হিসেবে গণনা করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন চৌধুরী।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মনির হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম সামদানি পেয়েছেন ৩২ ভোট। 

আরও পড়ুন<<>>গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের দাবি

নির্বাচিত হওয়ার পর মনির হোসেন বলেন, এ বিজয় আমাদের কার্যনিবাহী কমিটির সদস্যদের। আমাদের কাজের মাধ্যমে বিজয়ের পুরো কৃতিত্ব সংগঠনের সদস্যদের মধ্যে বিলিয়ে দিবো।

সাধারণ সম্পাদক পদে ৪৮ ভোট পেয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। প্রতিদ্বন্দী জুনাইদ শিশির (দেশ রূপান্তর) পেয়েছেন ৩২ ভোট।

আহসান হাবিব রাসেল বলেন, পেশাদার সাংবাদিক হিসেবে সাংগাঠনিক পেশাদারিত্ব বজায় ও সবাইকে নিয়ে সদস্যদের কল্যাণে কাজ করে যাবো।

আগামী ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব পালন করতে যাওয়া কমিটির অবশিষ্ট পদের মধ্যে সহ-সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের জ্যেষ্ঠ প্রতিবেদক বাবুল বর্মণ। তিনি পেয়েছেন ৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান তানিম (রাইজিংবিডি ডটকম) পেয়েছেন ৩৪ ভোট। ‌যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন)। প্রতিদ্বন্দ্বী পদে গিয়াস উদ্দিন(দৈনিক বানিজ্য প্রতিদিন) পেয়েছেন ৩৭ ভোট।

অর্থ সম্পাদক পদে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহফুজুল ইসলাম (আজকের পত্রিকা), প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান (এনটিভি অনলাইন) পেয়েছেন ৩৪ ভোট।

২০০৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটিতে এবারই প্রথম দফতর সম্পাদক পদ সৃষ্টি হয়। এতে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওবায়দুর রহমান (বিপ্লবী বার্তা ডটকম), প্রতিদ্বন্দ্বী সঞ্জয় অধিকারী(ইটিভি) পেয়েছেন ৩৭ ভোট।

কার্যনির্বাহী পাঁচটি পদে আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন) ৫৪ ভোট, মোহাম্মদ সাজ্জাদ হোসেন (জি টিভি) ৫৩ ভোট, সুশান্ত সিনহা (একাত্তর টেলিভিশন) ৪৬ ভোট, মুস্তাফিজুর রহমান (নিউ এইজ) ৪৫ ভোট এবং এসএম জাকির হোসেন (অর্থসংবাদ ডটকম) ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েয়েছে।

সিএমজেএফ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি গোলাম সামদানি ভুইয়া ও সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আবু আলী। 
নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সো‌হেল।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়