Apan Desh | আপন দেশ

তামিমকে ভারতের দালাল বলায় ক্ষুব্ধ ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ৯ জানুয়ারি ২০২৬

তামিমকে ভারতের দালাল বলায় ক্ষুব্ধ ক্রিকেটাররা

ফাইল ছবি

টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বিসিবির এ সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে আলোচনা ও বিতর্ক চলছে। এ বিষয়ে বৃহস্প্রতিবার (০৮ জানুয়ারি) এক অনুষ্ঠানে নিজের মতামত জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ বিবেচনায় রেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত।

তামিমের ওই বক্তব্যের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। ফ্রেন্ডস প্রাইভেসিতে দেয়া পোস্টে তিনি লেখেন, এবার আরও একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় এজেন্ট এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো। পরে পোস্টটি সরিয়ে নেয়া হলেও এর মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন<<>>নতুন মেইলে আইসিসিকে যা জানাল বিসিবি

শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে তিনি আবারও ফ্রেন্ডস প্রাইভেসিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন, মোস্তাফিজ ইস্যুতে ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ক্রীড়া উপদেষ্টা আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনার জন্য বিসিবিকে অনুরোধ করেছিলেন। এ সিদ্ধান্তে পররাষ্ট্র উপদেষ্টারও সমর্থন ছিল বলে উল্লেখ করেন তিনি।

নাজমুল ইসলাম আরও লেখেন, এমন পরিস্থিতিতে দেশের জনগণের অনুভূতির বাইরে গিয়ে তামিম ইকবাল ভারতের পক্ষেই অবস্থান নিয়েছেন। স্ট্যাটাসের শেষাংশে তিনি জানান, এটি তার একান্ত ব্যক্তিগত অভিমত।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি তামিম ইকবাল। তবে জাতীয় দলের বর্তমান ও সাবেক একাধিক ক্রিকেটার প্রকাশ্যে নাজমুল ইসলামের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম ফেসবুকে লেখেন, সাবেক জাতীয় অধিনায়ককে নিয়ে বোর্ড পরিচালকের এমন বক্তব্য রুচিহীন, অগ্রহণযোগ্য এবং দেশের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী। তিনি সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

একই সুরে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেন, তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটারকে জনসম্মুখে অপমান করা বোর্ডের দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। তিনি মন্তব্যটির তীব্র নিন্দা জানিয়ে বিসিবির দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দেশের ক্রিকেটে বড় অবদান রাখা একজন সাবেক অধিনায়ককে নিয়ে এ ধরনের মন্তব্য ক্রিকেটের স্বার্থে সহায়ক নয়। তিনি ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন।

ঘটনার প্রতিবাদে বিসিবির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। শুক্রবার (০৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, তামিম ইকবালের মতো বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনারকে নিয়ে বোর্ড পরিচালকের মন্তব্যে তারা স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ।

কোয়াব আরও জানায়, শুধু তামিম নয়, দেশের যেকোনো ক্রিকেটারকে নিয়ে এ ধরনের মন্তব্য পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। একজন দায়িত্বশীল বোর্ড কর্মকর্তা প্রকাশ্যে এমন বক্তব্য দিলে বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও প্রশ্ন ওঠে। এ কারণেই বিসিবি সভাপতির কাছে প্রতিবাদ জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে।

আপন দেশ/ এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়