Apan Desh | আপন দেশ

শ্রীপুরে বাস শ্রমিকের রহস্যজনক মৃত্যু

গাজীপুর(শ্রীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫২, ৯ জানুয়ারি ২০২৬

শ্রীপুরে বাস শ্রমিকের রহস্যজনক মৃত্যু

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর বরপানি এলাকায় মো. শরীফ (৩৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন বাস শ্রমিক (বাস স্টাফ) ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাকর বরপানি এলাকায় শরীফের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকায় জানাজানি হয়। তবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা নিয়ে এলাকায় রহস্য সৃষ্টি হয়েছে। নিহত মো. শরীফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কপালেশ্বর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী শারমিন আক্তার এবং দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এ আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

আরও পড়ুন<<>>গাজীপুরে গোডাউনে আগুন

নিহতের স্বজনরা জানান, শরীফ জীবিকার তাগিদে বাসে কাজ করতেন। তার এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়