Apan Desh | আপন দেশ

নতুন লুকে ঝড় তুলেছেন পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ৮ জানুয়ারি ২০২৬

নতুন লুকে ঝড় তুলেছেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণি

দেশীয় চলচ্চিত্রের আলোচিত সমালোচিত অভিনেত্রী পরীমণি। তার রূপে দিওয়ানা হয়নি এমন নেটিজেন খুব কমই আছে। কেবল রূপে নয় গুণেও পরী দেখিয়েছেন ব্যাপক মুন্সিয়ানা। তার অভিনয় জাদুতে দিশেহারা পরী ভক্তরা। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে পরীর লাখ লাখ ভক্ত-অনুরাগী।

ফলে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভার্চুয়াল জগতে আলোচনায় থাকেন এ অভিনেত্রী। ব্যক্তিগত জীবনসহ সাম্প্রতিক নানা ইস্যু নিয়েই ফেসবুকে সরব থাকতে দেখা যায় তাকে। 

নতুন করে আবারও নেটদুনিয়ার আলোচনায় পরী। সম্প্রতি এমেরাল্ড গ্রিন রঙের সিকুইন বল গাউন পরা কিছু একগুচ্ছ ছবি ফেসবুকে শেয়ার করে অনলাইন দুনিয়ায় ঝড় তুলেছেন পরীমণি।

আরও পড়ুন<<>>ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন পরীমনি

ছবিগুলোতে দেখা যায় অফ-শোল্ডার ও সফট হার্ট-শেপ কাটের এ পোশাকটি তার ঘাড় ও কলারবোনকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা তার লুকে যোগ করেছে এক অনন্য অভিজাত মাত্রা। 

এছাড়া নেকলাইনের সঙ্গে তার গলার মানানসই ক্রিস্টাল নেকলেসটি অভিনেত্রীর সৌন্দর্যে যেন নতুন পালক যোগ করেছে। গ্ল্যামারাস লুকের সঙ্গে তাল মেলাতে অভিনেত্রীর হাতে ছিল হালকা মেহেদির আলপনা, যা আলাদা করে নজর কেড়েছে। 

ছবিগুলো শেয়ারের পর থেকেই সহকর্মী থেকে শুরু করে ভক্তদের প্রশংসায় রীতিমতো ভাসছেন এ চিত্রনায়িকা। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়