তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটনের ফিফটিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের দেয়া ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। উইকেটে এসে মারমুখী ব্যাটিং করেন অধিনায়ক লিটন দাস। ছয় বাউন্ডারি আর দুই ওভার বাউন্ডারিতে ২৯ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন এ স্টাইলিশ ব্যাটার।