সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে এক অনন্য ঘটনার সাক্ষী হলো বাংলাদেশের ফুটবল ইতিহাস। বিরল এক পরিস্থিতিতে ভেন্যু বদলে দুই অংশে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে হ্যাটট্রিকসহ দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন শান্তি মার্ডি। তার তিনটি গোলের পাশাপাশি এক গোল করেন বদলি খেলোয়াড় মুনকি আক্তার। ফলে তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। ১৭ জুলাই নিজেদের চতুর্থ ম্যাচে একই প্রতিপক্ষের মুখোমুখি হবে স্বাগতিকেরা।