Apan Desh | আপন দেশ

হোটেলে মিলল হলিউড অভিনেত্রীর মরদেহ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩৩, ৪ জানুয়ারি ২০২৬

হোটেলে মিলল হলিউড অভিনেত্রীর মরদেহ

হলিউড অভিনেত্রী ভিক্টোরিয়া জোন্স

থ্রিলার চলচ্চিত্র ‘দ্য ফিউজিটিভ’-তে দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কার জেতেন টমি লি জোন্স। কিন্তু নতুন বছরের শুরুতেই বড় এক ধাক্কা খেলেন হলিউডের এ বর্ষীয়ান অভিনেতা। ৭৯ বছর বয়সী এ অভিনেতার মেয়ে অভিনেত্রী ভিক্টোরিয়া জোন্সের রহস্যজনক মৃত্যু হয়েছে, যা নিয়ে হলিউডে বেশ ধোঁয়াশা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি বিলাসবহুল হোটেলের ১৫ তলা থেকে ভিক্টোরিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। হোটেলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথমে ধারণা করা হয়েছিল, ভিক্টোরিয়া হয়তো অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েছেন। 

পরবর্তীতে হোটেলকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স ডেকে আনলে চিকিৎসকেরা ‘মেন ইন ব্ল্যাক ২’ খ্যাত এ অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন<<>>নতুন বছরে যে পরিকল্পনা ভাবনার

এখনো পর্যন্ত তার মৃত্যর আসল কারণ সম্পর্কে স্পষ্টভাবে জানা না গেলেও এক অডিও বার্তার বরাতে ‘পিপল’ ম্যাগাজিন জানিয়েছে, ভিক্টোরিয়ার মৃত্যু অতিরিক্ত মাদক সেবনের কারণে হয়ে থাকতে পারে। তবে পূর্ণ তদন্ত প্রতিবেদন এখনো হাতে না আসায় তার প্রয়াণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। 

বাবা টমি লি জোন্সের খ্যাতিতে অনেক বেশি পরিচিত হলেও ভিক্টোরিয়া নিজের অভিনয় দক্ষতা দিয়ে হলিউডে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। একাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি ওয়ান ট্রি হিলের মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন ভিক্টোরিয়া। 

উল্লেখ্য, টমি লি জোন্স ও তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লিয়া ক্লাউলের সন্তান ভিক্টোরিয়া জোন্স। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চূড়ান্ত প্রতিবেদন: আ.লীগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে গুম সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান সম্প্রচার, সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ এক মাসের মধ্যে গঠনের চেষ্টা করছি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ৪ ঘণ্টা পর স্বাভাবিক কারওয়ান বাজার, যান চলাচল শুরু তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে, দাবি জামায়াতের এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি বিসিবির কুয়াশায় ‘ঢাকা’ রাজধানীতে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ ভেনেজুয়েলায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি ক্ষমতা হস্তান্তর পর্যন্ত যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে ভেনেজুয়েলা: ট্রাম্প আইপিএল থেকে মোস্তাফিজ বাদ, আসিফ নজরুলের কড়া বার্তা