ছবি: সংগৃহীত
আগাম ০৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসরের আয়োজক ভারত, সহ আয়োজক শ্রীলঙ্কা। উদ্বোধনী দিনেই মাঠে নামার কথা বাংলাদেশের। সবকিছু ঠিকভাবেই এগোচ্ছিল, কিন্তু হঠাৎ শঙ্কা এসে ভর করেছে। জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে।
মুলত সমস্যার সৃষ্টি হয়েছে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে এ টাইগার পেসারকে বাদ দেয় কলকাতা। এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে আইসিসিতে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন<<>>খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন ফিফা সভাপতি
বিষয়টি নিয়ে এতদিন কোনো মন্তব্য না করলেও অবশেষে নীরবতা ভেঙেছে বিসিসিআই। শুক্রবার (০৯ জানুয়ারি) বিসিসিআইয়ের বৈঠক হয় মুম্বাইয়ে।
বৈঠক শেষে বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়ার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরাতে আইসিসির কাছে বাংলাদেশের অনুরোধ নিয়ে।
দেবাজিৎ বলেন, এ বৈঠক মূলত সেন্টার অব এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেটবিষয়ক আলোচনার জন্য ছিল। (বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না) এটি আমাদের আলোচনার বিষয় নয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































