অভিনেত্রী হিনা খান
ক্যানসার জয় করে গত বছরের দ্বিতীয়ার্ধে কাজে ফিরেছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। কাজে ফিরলেও অভিনেত্রী অনুভব করছেন, ইন্ডাস্ট্রির মানুষেরা এখনো তার সঙ্গে কাজ করতে দ্বিধায় আছেন। সে সমস্যা কাটতে না কাটতে নতুন বিপদে পড়েছেন এ বলিউড নায়িকা। তবে এবার ক্যানসার নয়, বায়ুদূষণের কবলে পড়ে শ্বাসকষ্টে ভুগছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শারীরিক অবস্থার অবনতির কথা নিজেই জানিয়েছেন হিনা। মুম্বাইয়ের বর্তমান বায়ুমান আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে, যার সরাসরি প্রভাব পড়েছে তার শরীরে। হিনা জানান, বাতাসের মান ২০৯ ছাড়িয়ে যাওয়ায় তার নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে।
নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে হিনা লেখেন, নিঃশ্বাস নিতে পারছি না। বাইরে গিয়ে কাজ করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষণ কাশি হচ্ছে। বিশেষ করে সকালের দিকে কষ্টটা অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে।
আরও পড়ুন<<>>দৃশ্যের খোঁজে রাক্ষস টিম শ্রীলঙ্কায়
২০২৪ সালে হিনা খান প্রথম তার স্তন ক্যানসারের কথা ভক্তদের জানান। এরপর থেকে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করছেন তিনি। কেমোথেরাপির অসহ্য যন্ত্রণা আর শারীরিক পরিবর্তনের মাঝেও হার মানেননি তিনি।
গত বছরই তার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। একদিকে দাম্পত্য জীবন আর অন্যদিকে ক্যানসারের চিকিৎসা- সব মিলিয়ে এক কঠিন সময় পার করছেন তিনি।
এর আগে হিনা জানিয়েছিলেন, ক্যানসারের চিকিৎসার যন্ত্রণা তাকে মাঝেমধ্যে হতাশ করে তোলে। তবে পরিবারের সাপোর্ট আর ভক্তদের ভালোবাসায় তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































