ফাইল ছবি
গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা ও অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে ১৭ জন নারী পরীক্ষার্থীসহ ৫১ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৯ জানুয়ারি) গাইবান্ধার বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালীন তাদের আটক করা হয়। আটককৃতরা পরীক্ষার হলে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাইরে থেকে উত্তর সংগ্রহের চেষ্টা করছিলেন। তাদের শরীরে লুকানো অবস্থায় কথা বলার ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে ৫১ জন পরিক্ষার্থীকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
বিভিন্ন কেন্দ্র সূত্রে জানা গেছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য প্রযুক্তিগত নকল প্রতিরোধে বিশেষ নজরদারী ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানাগেছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































