জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
গণভোটে অংশ নিয়ে ‘হ্যা’ বেছে নিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের দলের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ আহবান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। তার ভাষায়, গণভোট মানে জনগণের সরাসরি মতামত এবং জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্রব্যবস্থা।
এ গণভোটের মাধ্যমে অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে বলে উল্লেখ করেন জামায়াত আমীর।
আরও পড়ুন<<>>সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় শুরু
ডা. শফিকুর রহমান তার পোস্টে জানান, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন—‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান, ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান। একই সঙ্গে এটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করার পদক্ষেপ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহবান জানান। তার মতে, একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।
পোস্টের শেষাংশে তিনি সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আল্লাহর কাছে তাওফিক কামনা করেন। পাশাপাশি তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান উল্লেখ করেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































