Apan Desh | আপন দেশ

দৃশ্যের খোঁজে রাক্ষস টিম শ্রীলঙ্কায়

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ৬ জানুয়ারি ২০২৬

দৃশ্যের খোঁজে রাক্ষস টিম শ্রীলঙ্কায়

ফাইল ছবি

আসন্ন রোজার ঈদকে সামনে রেখে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। সিনেমার নাম রাক্ষস। সিনেমাটি পরিচালনা করছেন বরবাদ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে সিনেমাটির শুটিং শুরু হয়। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিয়ামের ফার্স্ট লুক ও অ্যানাউন্সমেন্ট টিজার। নায়িকার নামও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরকে লক্ষ্য করে পুরোদমে এগিয়ে চলছে রাক্ষস টিম।

দেশের লোকেশনে শুটিং শেষ করে এবার দৃশ্যের খোঁজে বিদেশে পাড়ি জমাচ্ছে ইউনিট। নির্মাতা জানান, ৪ জানুয়ারি রাতে তারা শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে প্রায় দুই সপ্তাহ ধরে সিনেমার গুরুত্বপূর্ণ অংশের শুটিং চলবে। বিদেশের শিডিউল শেষ করে ইউনিট ঢাকায় ফিরে বাকি দৃশ্যের শুটিং সম্পন্ন করবে। এরপর পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে ঈদে মুক্তির জন্য প্রস্তুত করা হবে সিনেমাটি। 

আরও পড়ুন<<>>নতুন লুকে ভক্তদের সামনে তাহসানপত্নী রোজা

রাক্ষস সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এবং কয়েক দিনের মধ্যেই শ্রীলঙ্কায় টিমের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। ২০২১ সালে প্রেম টেম সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় সুস্মিতার। এরপর তিনি চেঙ্গিজ, মানুষসহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। রাক্ষস দিয়েই তার ঢাকাই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এ নায়িকার।

গত মাসে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুস্মিতা জানান, সিনেমাটির গল্পই তাকে অভিনয়ে আগ্রহী করেছে। তিনি বলেন, নির্মাতার কাছ থেকে গল্পটি শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গল্পের কারণেই এ সিনেমায় যুক্ত হওয়া। এখানে নায়িকার চরিত্রে অনেক কিছু করার সুযোগ আছে। চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের ২০০ ভাগ দিয়ে চেষ্টা করব। ভালো একটি টিমের সঙ্গে প্রথমবার বাংলাদেশি সিনেমায় কাজ করতে পারাটা আমার জন্য বড় পাওয়া।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, বরবাদ-এর মতোই রাক্ষস সিনেমাতেও থাকবে ভরপুর অ্যাকশন ও ভায়োলেন্স। পাশাপাশি এতে রয়েছে একটি প্রেমের গল্প, যে প্রেমের কারণেই সিয়াম অভিনীত চরিত্রটি একসময় রাক্ষসে পরিণত হয়। সিনেমাটিতে আরও অভিনয় করছেন বাপ্পারাজ, আলীরাজসহ আরও অনেকে। রাক্ষস নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়