ছবি : আপন দেশ
নির্বাচনী লড়াইয়ে ফিরেছেন তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) প্রার্থীতা বৈধ ঘোষণার পর নির্বাচন ভবনেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে প্রতীকের বিষয়ে কথা বলেন তিনি।
তাসনিম জারা বলেন, ‘নির্বাচন কমিশনে করা আপিল মঞ্জুর হয়েছে। আমার মনোনয়ন আবারও গ্রহণ করেছেন।’
মনোনয়ন বাতিলের পরের এক সপ্তাহকে ‘ভিন্নরকম অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেন জারা। তিনি জানান, দেশে ও বিদেশে অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। কেউ দোয়া করেছেন, কেউ আবার হতাশা প্রকাশ করেছেন। সবার প্রতিই তিনি কৃতজ্ঞ।
তাসনিম জারা বলেন, ‘জনসমর্থন নিয়েই নির্বাচনী মাঠে নামতে চাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার প্রতীকের জন্য আবেদন করব। আমার পছন্দের প্রতীক ফুটবল।’
আরও পড়ুন : মনোনয়ন ফিরে পেয়ে যে বার্তা দিলেন তাসনিম জারা
এসময় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
আপন দেশ/এসএস/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































