যুবরাজ রেজা পাহলভি
বিক্ষোভের আগুনে জ্বলছে পুরো ইরান। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি বিক্ষোভকারীদের আরও দুই রাত রাজপথে থাকার আহবান জিানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের বলেছেন, তারা যেন নগরকেন্দ্রগুলো দখলে নেয়।
শনিবার (১০ জানুয়ারি) এ আহবান জানান ইরানের নির্বাসিত যুবরাজ। এ ছাড়াও জ্বালানি ও পরিবহন খাতের কর্মীদের দেশব্যাপী ধর্মঘটের ডাক দেন তিনি। ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান রেজা পাহলভি।
বিক্ষোভকারীদের উদ্দেশে দেয়া এক বার্তায় পাহলভি তাদের ‘সাহস ও দৃঢ়তা’র প্রশংসা করেন। তিনি দাবি করেন, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ও শুক্রবার (০৯ জানুয়ারি) তার ডাকেই দিয়ে লাখো মানুষ রাস্তায় নেমেছে। যা বিক্ষোভ ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের হুমকির বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে।
রেজা পাহলভি বলেন, বিক্ষোভের ব্যাপকতা শাসকগোষ্ঠীকে কাঁপিয়ে দিয়েছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে।
তিনি বলেন, আন্দোলন পরবর্তী ধাপে নিয়ে যেতে রাজপথে টানা উপস্থিতি বজায় রাখতে হবে। পাশাপাশি অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।
তার মতে, আর্থিক জীবনরেখা কেটে দিলে দমন-পীড়ন চালিয়ে যাওয়ার সক্ষমতা ভেঙে পড়বে ইসলামী প্রজাতন্ত্রের।
আরও পড়ুন<<>>ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ, ৮ বিপ্লবী গার্ডসহ নিহত ৬২
রেজা পাহলভি পরিবহন, তেল-গ্যাস এবং সামগ্রিক জ্বালানি খাতের শ্রমিকদের দেশব্যাপী ধর্মঘট শুরু করার আহবার জানিয়েছেন।
নির্বাসিত এ যুবরাজ বিক্ষোভকারীদের শনিবার (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আবার রাস্তায় নামার আহবান জানান। তিনি আন্দোলনকারীদের জাতীয় পতাকা, প্রতীক ও ছবি নিয়ে রাস্তায় নামতে বলেন।
তিনি জোর দিয়ে বলেন, আন্দোলন এখন কেবল প্রতীকী প্রতিবাদে সীমাবদ্ধ নয়; বরং বড় শহরগুলোর কেন্দ্রীয় এলাকা দখল করতে হবে।
এ লক্ষ্য অর্জনে বিক্ষোভকারীদের বিভিন্ন দিক থেকে নগরকেন্দ্রের দিকে অগ্রসর হওয়ার, আলাদা আলাদা মিছিলকে যুক্ত করার এবং দীর্ঘ সময় রাস্তায় থাকার জন্য আগেভাগে ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করার আহবান জানান পাহলভি।
আপন দেশ/ এসএস/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































