Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৪, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:০৫, ৪ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি বিসিবির

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। রোববার (০৪ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় ১৭ জন বোর্ড পরিচালক উপস্থিত ছিলেন। 

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পরিপ্রেক্ষিতে শনিবার (০৩ জানুয়ারি) রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না নেয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত বদলেছেন তারা।

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়টি জানিয়ে রোববার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বোর্ডের শীর্ষ এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথমে তিনটি বিষয়ে আইসিসিকে চিঠি দেয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবি জানিয়েছে বিসিবি। 

আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। যে কারণে ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচই লঙ্কান ভেন্যুতে নির্ধারিত হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে। যেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশ খেলবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী– আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। একই ভেন্যুতে পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালি। শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশ-নেপালের ম্যাচ।

এদিকে, আইসিসিকে আগেই বিশ্বকাপের স্কোয়াড পাঠিয়েছিল বিসিবি। রোববার আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়েছে। যেখানে টাইগারদের নেতৃত্বে প্রত্যাশিতভাবেই আছেন লিটন দাস। সাইফ হাসান তার সহ-অধিনায়ক। উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন তাদের জায়গা ধরে রাখতে পারেননি। ফর্মে থেকেও দলে ঢুকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় আছেন তিনি। 

এ ছাড়া বল হাতে দারুণ ফর্মে রিপন মন্ডল। দুর্দান্ত পারফর্ম করেছেন আলিস ইসলামও। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিচ্ছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনতে পারবে বিসিবি। এজন্য সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চূড়ান্ত প্রতিবেদন: আ.লীগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে গুম সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান সম্প্রচার, সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ এক মাসের মধ্যে গঠনের চেষ্টা করছি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ৪ ঘণ্টা পর স্বাভাবিক কারওয়ান বাজার, যান চলাচল শুরু তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে, দাবি জামায়াতের এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি বিসিবির কুয়াশায় ‘ঢাকা’ রাজধানীতে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ ভেনেজুয়েলায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি ক্ষমতা হস্তান্তর পর্যন্ত যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে ভেনেজুয়েলা: ট্রাম্প আইপিএল থেকে মোস্তাফিজ বাদ, আসিফ নজরুলের কড়া বার্তা