ছবি : আপন দেশ
গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
শনিবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, রাজধানীর মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ইঞ্চি গ্যাসের পাইপলাইনের ব্যাসের ভাল্ব ফেটে লিকেজ সৃষ্টি হয়েছে। এই লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ব বন্ধ রেখে চাপ সীমিত করা হয়েছে।
আরও পড়ুন : স্বেচ্ছাসেবক দলের মুছাব্বির হত্যা : প্রধান শুটারসহ ৩ জন আটক
ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভাল্বটি পরিবর্তনের কাজ চলছে। গ্রাহকদের সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































