সুতুনীএমজি-তে লিখে নির্মলায় কনভার্ড কর তারপর প্রয়োজনীয় বার্তাটি পাঠাতে হয়। মনে হতোভিীষণ ঝামেলা। এটি দুর হয়েছে। সহজেই বাংলা ভাষায় লেখতে পারার জনপ্রিয় সফটওয়্যার ‘অভ্র কিবোর্ড’। আর এটির আবিষ্কারক মেহেদী হাসান খান। শিক্ষা অর্জন করেছেন চিকিৎসা বিদ্যায়। কিন্তু মেধা-শ্রমে ভর করে যুক্ত হয়েছেন আবিষ্কারকের তালিকায়।