সব জাতিগোষ্ঠী নিয়ে বিএনপি অন্তর্ভুক্তমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বলে জনিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহু জাতি-ভাষা-সংস্কৃতির মানুষ দেশ আমাদের এ প্রিয় মাতৃভূমি। স্বাধীনতার পরে সবাইকে বাঙালি বানাতে গিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মনে একটি অবিশ্বাসের বীজ বপন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মন থেকে সে অবিশ্বাসের বীজ দূর করেন।