দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ফ্যাসিবাদ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নির্বাচনি রোডম্যাপের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।