ড. ইউনূস ও তারেক রহমানের রুদ্ধদ্বার বৈঠক জামায়াতের জন্য রাজনৈতিক বিপদের ঘণ্টা। ভোটের বাজারে দুর্বল, আদর্শে বিতর্কিত, আর আন্তর্জাতিক সমর্থনে বঞ্চিত জামায়াত এখন ‘অপ্রয়োজনীয়’। মাঠে সক্রিয় থাকলেও জাতীয় রাজনীতির ছক থেকে তারা ক্রমেই বাদ পড়ছে। বিএনপি ভবিষ্যতের রূপরেখায় জামায়াতের স্থান রাখছে না—এটাই এখন সবচেয়ে বড় সংকেত।