ক্রমাগত জলবায়ু পরিবর্তনের প্রভাবে দ্রুতই এক ‘হটস্পটে’ পরিণত হচ্ছে বাংলাদেশ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হারে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে দেশটি। এটি এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, বরং স্বাস্থ্য ও অর্থনীতির ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে তাপের প্রভাব’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ সব তথ্য জানানো হয়েছে।