বিসিবি ও আইসিসির লোগো
মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক এখন তলানীতে। ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যার প্রভাব পড়ছে ভদ্রলোকের খেলা ক্রিকেটেও। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকিতে টাইগার পেসার ফিজকে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে।
এর প্রেক্ষিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে করা প্রথম মেইলের উত্তর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এর কোনো সুরাহা হয়নি। তাই নতুন করে ফের আইসিসিকে ইমেইল পাঠিয়েছে বিসিবি।
দুই দিনের মধ্যে সে মেইলের জবাব আসতে পারে বলে আশা করা হচ্ছে। জবার এলেই স্পষ্ট হবে বিশ্বকাপে টাইগারদের ভেন্যু পরিবর্তন হচ্ছে কি না।
তবে গুঞ্জন উঠেছে, প্রথম মেইলে ভেন্যু পরিবর্তনের কথা বলা হলেও দেশ পরিবর্তনের কথা উল্লেখ করা হয়নি। তাই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য বিসিবির যে দাবি, তা আইসিসির কাছে স্পষ্ট না। দ্বিতীয় দফায় বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরানো হোক।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার ইস্যুতে তুমুল আলোচনা-সমালোচনার মুখে বিসিসিআই। বিসিবিও তার প্রতিবাদ হিসেবে ও নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছে। ভারত ও শ্রীলঙ্কা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক।
পাকিস্তানের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। যদিও বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ ভারতেই হওয়ার কথা ছিল।
বিসিবির করা মেইলের অনুরোধে আইসিসি সম্মতি জানায় কি না তা এবার দেখার পালা। আগামী কয়েক দিনের মধ্যেই আইসিসির জবাব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































