Apan Desh | আপন দেশ

নতুন বছরে যে পরিকল্পনা ভাবনার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ৩ জানুয়ারি ২০২৬

নতুন বছরে যে পরিকল্পনা ভাবনার

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা

‘নট আউট’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দার অভিষেক ঘটে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন। পরবর্তীতে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব রয়েছেন।

তারই ধারাবাহিকতায় এবার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ২০২৫ সালের ভালোলাগা-মন্দলাগা শেয়ার করে নিলেন ভাবনা। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে পা দিয়ে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ভাবনা। সেখানে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি। যেখানে অভিনেত্রী লিখেছেন, আরেকটি নতুন বছর শুরু করছি। আলহামদুলিল্লাহ। 

ভাবনা বলেন, ২০২৫ সালে আমি নিজেকে অনেক গাঢ়ভাবে আবিষ্কার করেছি। অনেক তাচ্ছিল্য, মিথ্যা, আর ভয়ংকর রকমের অপমান, মিথ্যা নিউজের জয়জয়কার। এ বছরটিতে আমি টের পেয়েছি আপনজন আসলে কারা। 

অভিনেত্রী বলেন, অনেক বছর ধরে আপনি একটা মৃত গাছে পানি দিয়েই যাচ্ছেন হয়তো, তবু সে গাছ জীবন্ত হচ্ছে না। তাই মৃত গাছের মতো মৃত সম্পর্কও টেনে নেয়ার প্রয়োজন নেই।

ভাবনা বলেন, এ বছর আমি সিদ্ধান্ত নিয়েছি— অনেক হয়েছে, আমি আমাকে সবার আগে রাখব, আমি আর কোনো মিথ্যার সঙ্গে নেই। 

আরও পড়ুন<<>> সুইমিংপুলে অন্তরঙ্গ পিয়া বিপাশা

তিনি বলেন, আমি আর ব্যবহার হব না কারও ভনিতার জন্যে। নিজের কষ্টের উপার্জন কোনো অপাত্রে দিয়ে দেব না, যে আপনাকে মূল্যায়নই করবে না।

অভিনেত্রী বলেন, আমি আমার ক্যারিয়ারে একদম একা একা এ পর্যন্ত এসেছি। আমি আমার অসহায়ত্ব, আমার কষ্ট ও আমার সঙ্গে হয়ে যাওয়া অন্যায় বিক্রি করতে চাই না সবার সামনে। 

তিনি বলেন, আমি অনেক ধৈর্যশীল একটা মানুষ। তাই আমার ধৈর্য, চিন্তা আর উপবাস দিয়েই নতুন বছর শুরু করতে চাই।

ভাবনা বলেন, কারও অনুগ্রহে নয়, নিজের শক্তিতে বাঁচতে চাই। আমি জানি সত্যের জয় হবে। আর আমার শিল্পীজীবনে আমার সবচেয়ে বড় শক্তি হলো— সত্য। আমি সৎ ও সততার সঙ্গে কাজ করি। আমি শেষে অনুভব করি আমার জন্য আমিই যথেষ্ট। কারও অনুগ্রহ আমি চাই না বলে জানান অভিনেত্রী।

তিনি বলেন, আমার দর্শকরাই আমার শক্তি আমার সাহস। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২৬ হোক সত্য ও সুন্দরের সঙ্গে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে চলছে নানা সমীকরণ বগুড়ায় মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকায় টিকে গেলেন মান্না যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে: যুক্তরাষ্ট্র খালেদা জিয়ার আদর্শ অনুসরণেই দেশের অগ্রগতি সম্ভব: রিজভী ভেনেজুয়েলায় হামলা, মাদুরোকে সস্ত্রীক আটকের দাবি ট্রাম্পের ঘন কুয়াশায় অন্ধকার রাজধানী, তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে মনোনয়ন বাতিল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন তাসনিম জারা স্বর্ণ-রুপার আজকের বাজারদর ৩০তম বাণিজ্য মেলার শুভ উদ্বোধন শৈত্যপ্রবাহ নিয়ে ‘দুঃসংবাদ’ তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে যে অভিযোগ জানাল ইরান বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি : রিজভী