প্রেম, দ্রোহের পাশাপাশি কবিতার পংক্তিতে কবি হাসান হাফিজ চিত্রিত করেছেন রাষ্ট্র ও সমাজের নানা অসঙ্গতি। আর ধারালো কলমের খোঁচায় গণমাধ্যমে অব্যাহত রেখেছেন নিজের সংবাদ প্রবাহের শৈল্পিকতা। সাহিত্য এবং সাংবাদিকতার সৃজনশীল এই দুই মাধ্যমেই স্বপ্রতিভ প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠ সম্পাদক বিদগ্ধ এ কবি ও সাংবাদিক।