জমির ব্যবসা বেশ প্রসার ঘটেছে বাংলাদেশে। এ ব্যবসায় নতুনমাত্রা দিয়েছে জমির ওপর বাড়ি নির্মাণ কাজ। দেশে গড়ে উঠেছে অসংখ্য হাউজিং কোম্পানি। তাদের কোনটি স্বনামে বিখ্যাত আবার কোনটি প্রতারকদের ঊষাঘর। এমনই এক হাউজিং কোম্পানির নাম পুষ্পধারা প্রপার্টিজ। ২ হাজার ৩শ’ কোটি টাকার ফাঁদ পেতেছে বাংলাদেশের ছয় ঠগ! ফাঁদের রশি টানছে শতাধিক জুনিয়র। অপ্রতিরুদ্ধ এ ফাঁদে আটকে যাচ্ছেন ৭ হাজার ৮শ’ মানুষ। ইতোমধ্যে আইনের ফাঁক গলিয়ে হাজারের বেশি সহজ মানুষকে মরণ ফাঁদে আটকিয়েছে ঠগ চক্রটি। ব্যবসা তাদের জমি ছাড়া জমি বিক্রি। তাও সেই বহুল আলোচিত বিল আড়িয়ালে।