অভিনেত্রী রাশমিকা মান্দানা
দক্ষিণি সিনেমা থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই তুমুল জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। শুধু অভিনয়েই নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও নজির স্থাপন করলেন তিনি। শীর্ষ করদাতা হিসেবে উঠে এসেছে রাশমিকা মান্দানার নাম।
কর্ণাটকের কোডাগু জেলায় চলতি অর্থবর্ষে সর্বাধিক আয়কর প্রদানকারী হিসেবে তার নাম প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছেন রাশমিকা মান্দানা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাকে সম্মান জানানো হয়েছে। তরুণ প্রজন্মের কাছে এটি ইতিবাচক প্রভাব ফেলেছে।
রাশমিকা মান্দানা স্বল্প সময়ে ইন্ডাস্ট্রিতে জায়গা পাকা করে নিয়েছেন। ‘কিরিক পার্টি’, ‘গীতা গোবিন্দম’, ‘পুষ্পা’, ‘অ্যানিম্যাল’সহ একাধিক হিট সিনেমার মাধ্যমে তিনি নিজের স্থান পাকা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং বিভিন্ন প্রজেক্ট থেকে তার আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ মুহূর্তে দক্ষিণের সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে রয়েছেন রাশমিকা। অভিনেত্রী এখন প্রতি সিনেমা বাবদ ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা গেছে।
আরও পড়ুন<<>>সেন্সর ইস্যু কাটিয়ে থানাপতির জয়
এদিকে রাশমিকা মান্দানার বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন চলছে। বিশেষ করে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। কখনো একসঙ্গে ভ্রমণ, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট, সব মিলিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। ২০১৮ সালে প্রথম একসঙ্গে সিনেমায় কাজ করেন রাশমিকা-বিজয়। এরপর থেকে বহু সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছে, যদিও দুজনের কেউই এখনও প্রকাশ্যে বিয়ের কথা বলেননি। রাশমিকা বরাবরই বলেছেন, তিনি তার ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান এবং সঠিক সময় এলে নিজেই সব জানাবেন।
বর্তমানে কাজেই পুরোপুরি মনোযোগী রাশমিকা। সামনে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা। শীর্ষ করদাতা হওয়ার স্বীকৃতি এবং বিয়ে নিয়ে গুঞ্জন। দুই দিক মিলিয়ে রাশমিকা মান্দানা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এ জনপ্রিয় অভিনেত্রী। তার আগেই সর্বোচ্চ কর দিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসা কুড়ালেন রাশমিকা মান্দানা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































