Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধি দল ভারতে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৯, ৫ জানুয়ারি ২০২৬

আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধি দল ভারতে

ফাইল ছবি

আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে ভারতে পৌঁছেছেন বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধি দল। নালান্দা ওপেন ইউনিভার্সিটি ও সার্ক জার্নালিস্ট ফোরামের (SJF) যৌথ আমন্ত্রণে তারা এ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

আগামী ৬ ও ৭ জানুয়ারি নালান্দা ওপেন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘International Conference on International Mother Language & International Award-2026’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশ- ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান থেকে প্রথিতযশা সাংবাদিক, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে মূলত বিশ্বের দরবারে মাতৃভাষার গুরুত্ব, মানবাধিকার রক্ষা, গণতন্ত্রের চর্চা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।

আরও পড়ুন<<>>খালেদা জিয়ার মৃত্যুতে সারা জাতির মতো আমরাও শোকাহত: ডিইউজে-বিএফইউজে

বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ এ সম্মেলনে অংশ নিচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল (সেন্ট্রাল কমিটি) ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র করেসপন্ডেন্ট মো. আবদুর রহমান ।; দৈনিক বঙ্গবাণীর সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সাবেক পরিচালক মুস্তাক আহমেদ মোবারকী।; দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান।; দ্য মর্নিং নিউজের চিফ রিপোর্টার কাজী হাবিব উল্লাহ।

আন্তর্জাতিক এ কনফারেন্সের বিশেষ সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম বিহার চ্যাপ্টারের প্রেসিডেন্ট শশীভূষণ কুমারের নেতৃত্বাধীন নিউজ মানবাধিকার মিডিয়া হাউজ।
আয়োজকরা আশা করছেন, এ সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে। সংবাদপত্রের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় নতুন দিকনির্দেশনা উঠে আসবে। দক্ষিণ এশিয়ার শান্তি রক্ষায় সার্ক জোটের ভূমিকা সম্মেলনে আলোচনা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়