Apan Desh | আপন দেশ

ভোটের হাওয়ায় দ্রুত বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

বিশেষ প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৫, ২৭ ডিসেম্বর ২০২৫

ভোটের হাওয়ায় দ্রুত বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

ছবি: আপন দেশ

জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের রাজনীতির গতিপথ তত দ্রুত বদলে যাচ্ছে। মাত্র কয়েকদিন পর, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগেই জোট, দল ও নেতৃত্ব—সব পর্যায়েই দেখা যাচ্ছে নাটকীয় রদবদল। রাজনীতির মাঠে যেন বইছে নতুন হাওয়া।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে ইসলামী রাজনীতির ভেতর থেকে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিশ—দুটি দলই জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সঙ্গ ছাড়ার ইঙ্গিত দিয়েছে। দীর্ঘদিন ধরে ইসলামপন্থী রাজনীতিতে যাদের এক কাতারে দেখা গেছে, সেই সমীকরণ ভাঙার এ ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাব-নিকাশ তৈরি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতকে কেন্দ্র করে বিতর্ক, চাপ এবং ভোটের অঙ্ক- সবকিছু বিবেচনায় রেখেই এসব দল নতুন অবস্থান নিচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরেও অস্থিরতা স্পষ্ট। নবগঠিত দলটির এক নেতা প্রকাশ্যে বলেছেন, জামায়াতের সঙ্গে কোনো জোট হলে তিনি এনসিপি ত্যাগ করবেন। শনিবার (২৭ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে, নতুন রাজনৈতিক দলগুলোও আদর্শ ও কৌশলগত প্রশ্নে ভাঙনের মুখে পড়ছে।

দ্রুত এ পরিবর্তনের পেছনে বড় একটি কারণ হিসেবে উঠে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক গণজোয়ার। মাঠপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা, ভোটের অঙ্কে পরিবর্তন এবং সম্ভাব্য ক্ষমতার পালাবদলের আশা- সব মিলিয়ে অনেক দল ও নেতা নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করছেন। 

রাজনৈতিক বিশ্লেষক ড এনামুল কাদিরের ভাষায়, “যেখানে জোয়ার, সেখানেই নৌকা ভেড়ানোর চেষ্টা—এটাই এখনকার বাস্তবতা।”

এ প্রেক্ষাপটে বড় আলোচনার জন্ম দিয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ এবং বিএনপিতে যোগদান। যদিও দলের সভাপতি ভিপি নূর একে ‘রাজনৈতিক কৌশলের অংশ’ হিসেবে ব্যাখ্যা করেছেন, তবু বিষয়টি প্রমাণ করে নির্বাচনের আগে দলীয় শিবিরগুলো কতটা চাপের মধ্যে রয়েছে। একই সঙ্গে বিএনপিও তাদের কিছু আসনে প্রার্থী বদল করে চমক দেখিয়েছে, যা ভোটের হিসাব পাল্টে দিতে পারে বলে মনে করছেন অনেকে।

সব মিলিয়ে বলা যায়, নির্বাচনের ঠিক আগে বাংলাদেশের রাজনীতি এক দ্রুতগতির বাঁকে দাঁড়িয়ে। জোট ভাঙছে, নতুন জোটের ইঙ্গিত মিলছে, দল বদল ও প্রার্থী বদলের হিড়িক পড়েছে। ১২ ফেব্রুয়ারির ভোট শুধু একটি নির্বাচন নয়, বরং এ পরিবর্তনশীল রাজনীতির দিকনির্দেশনাও ঠিক করে দেবে- এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়