Apan Desh | আপন দেশ

প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে ‘দ্য রাজা সাব’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ১০ জানুয়ারি ২০২৬

প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে ‘দ্য রাজা সাব’

ছবি : সংগৃহীত

মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে প্রভাস অভিনীত হরর–কমেডি ছবি ‘দ্য রাজা সাব’। সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও টিকিট কাউন্টারে ছবিটি দারুণ সাড়া ফেলেছে। 

শনিবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

এদিকে, সাকনিল্ক ডটকমের তথ্যানুযায়ী, প্রথম দিনেই বিদেশি বাজার থেকে ছবিটি আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি। এর সঙ্গে ভারতের আয় ৫৪ কোটি রুপি এবং পেইড প্রিভিউ থেকে আরও ৯ কোটি যোগ হয়ে মোট সংগ্রহ ১০০ কোটির ঘর ছাড়িয়েছে। ৮ জানুয়ারির প্রিভিউসহ প্রথম দিনের এই সাফল্য প্রমাণ করে, প্রভাসের স্টারডম এখনো অটুট।

তবে এই অর্জন সত্ত্বেও ছবিটি প্রভাসের আগের ছবি কাল্কি ২৮৯৮ এডি-এর প্রথম দিনের রেকর্ড থেকে অনেকটাই পিছিয়ে। ২০২৪ সালে মুক্তি পাওয়া সেই ছবি প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ১৯১ কোটি রুপি। 

ট্রেড বিশ্লেষক তরন আদর্শ জানান, শুধু হিন্দি সংস্করণ থেকেই কাল্কি প্রথম দিনে আয় করেছিল ২৭ দশমিক ৫ কোটি রুপি, তাও আবার ভারত–ইংল্যান্ড সেমিফাইনালের মতো বড় ম্যাচের দিন।

দীর্ঘদিন ধরে বক্স অফিসে দাপট দেখানো আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর ছবির গতি থামাতেও বড় ভূমিকা রেখেছে দ্য রাজা সাব। এক মাসের বেশি সময় ধরে চলার পর ৩৬তম দিনে ধুরন্ধর আয় করে মাত্র ৩ দশমিক ৫ কোটি রুপি। 

উল্লেখ্য, ছবিটি এরই মধ্যে ১২০০ কোটির বেশি আয় করেছে।

আরও পড়ুন : যে কারণে প্রশংসায় ভাসছেন রাশমিকা

মারুথি পরিচালিত এবং পিপল মিডিয়া ফ্যাক্টরির ব্যানারে টি জি বিশ্ব প্রসাদ প্রযোজিত দ্য রাজা সাব ছবিতে প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, বোমান ইরানি, মালবিকা মোহনন, নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার ও জারিনা ওয়াহাব। 

ছবিটি নিয়ে প্রভাস বলেন, অ্যাকশননির্ভর সিনেমার ভিড়ে দর্শকদের জন্য একেবারে ভিন্ন স্বাদের বিনোদন দিতে চেয়েছিলেন তারা, আর সেখান থেকেই এই হরর–কমেডির জন্ম।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়