Apan Desh | আপন দেশ

ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৬, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:২৪, ৬ জানুয়ারি ২০২৬

ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

ওবায়দুল কাদের। ছবি : আপন দেশ

ভারতের কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা সংকটজনক। ৪ দিন অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকার পর পরিবারের সিদ্ধান্তে তাকে ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই নিউটাউনের বাসায় নিয়ে আসা হচ্ছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মানবজমিন।

মানবজমিনের তথ্যমতে, ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই অসুস্থ। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন পর ভারতে পালিয়ে এসে কলকাতার নিউটাউনের একটি বাসায় থাকছিলেন।  হৃদরোগসহ বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ  ছিলেন তিনি। মাঝে মধ্যেই তিনি বাইপাসের ধারের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েক মাস আগেও একবার হাসপাতালে দুইদিন ভর্তি ছিলেন। তবে কিছুদিন ধরে নিউ টাউনের বাড়িতেই চিকিৎসা চলছিল। 

শুক্রবার (০২ জানুয়ারি) বাড়িতে সংজ্ঞাহীন হয়ে পড়লে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসায় সন্তোষজনক সাড়া দিচ্ছেন না বলে কাদেরের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছে। এরপর থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। 

সোমবার (০৫ জানুয়ারি) হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। নতুন করে কোনো চিকিৎসা তিনি নিতে পারছেন না। 

আরও পড়ুন : পোস্টাল ব্যালটের নিবন্ধনের সময় শেষ, আবেদন করলেন কতজন?

এই অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট মেডিকেল ফ্যাসালিটির মাধ্যমে তাকে রাখা হবে। কাদেরের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও ভাতিজা। এ ছাড়াও দলের সহকর্মীরা রয়েছেন বলে জানা গেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়