Apan Desh | আপন দেশ

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ৯ জানুয়ারি ২০২৬

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

প্রবাসী বাংলাদেশি কাওসার আলম

ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (০৫ জানুয়ারি) সকালে ফ্রান্স-স্পেন সীমান্তবর্তী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহতের কোনো স্বজন বা পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যায়নি।

একটি যাত্রীবাহী ফ্লিক্স বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। সে ঘটনায় কাওসার আলমসহ মোট তিনজন নিহত হন। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কাওসার আলমের মরদেহ বর্তমানে পুলিশি তত্ত্বাবধানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন<<>>ভোটের সময় এনআইডি ব্লক হতে পারে প্রবাসীদের

একজন ফ্রান্স প্রবাসী জানান, দুর্ঘটনার পরে কাওসারের মোবাইল ফোনটি আনলক অবস্থায় পাওয়া যায়। ফোন থেকে তার ছবি সংগ্রহ করা সম্ভব হলেও তার স্থায়ী ঠিকানা বা বিস্তারিত পারিবারিক পরিচয় পাওয়া যায়নি।

নিহত কাওসারের পরিচয় শনাক্ত ও তার পরিবারের সন্ধান পেতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ যদি কাওসার আলমকে চিনে থাকেন বা তার স্থায়ী ঠিকানা সম্পর্কে অবগত থাকেন, তবে দ্রুত স্থানীয় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

তবে এ বিষয়ে প্যারিসের বাংলাদেশ দূতাবাস কোনো আনুষ্ঠানিক তথ্য পেয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়