Apan Desh | আপন দেশ

কিশোরগঞ্জে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৩৩, ৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫২, ৯ জানুয়ারি ২০২৬

কিশোরগঞ্জে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

ছবি: আপন দেশ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কিশোরগঞ্জে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়। এতে কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। 

আরও পড়ুন<<>>মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাসিম খান, সিনিয়র সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ সম্পাদক তাসলিমা আক্তার মিতু, বাংলাভিশনের নেত্রকোণা প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম এবং চ্যানেল আই প্রতিনিধি জাহিদ হাসান।

সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। এ ছাড়া পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

প্রশিক্ষণের প্রথম দিনে সেশন নেন এসএ টিভির নিউজ অ্যান্ড প্ল্যানিং এডিটর সালাহউদ্দীন আহমেদ বাবলু এবং দ্বিতীয় দিনে সেশন পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। কর্মশালায় নির্বাচনকালীন রিপোর্টিংয়ের নৈতিকতা, নিরাপত্তা, তথ্য যাচাই এবং সংবেদনশীলতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়