ছবি : আপন দেশ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে দোয়া মাহফিল, শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিল ও কম্বল বিতরণের আয়োজন করেন শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘ।
শুক্রবার (০৯ জানুয়ারী) বাদ আসর উপজেলার নাগরী ইউনিয়নের শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘের নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে শতাধিক শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. দেলোয়ার হোসেন খান (দিলা)।
আরও পড়ুন<<>>জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘের সভাপতি মো. মনির উদ্দিন মোল্লার সভাপতিত্বে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা, সংঘের অন্যতম দাতা সদস্য মো. আমিন উদ্দিন
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি মো. আব্দুর রাজ্জাক মোল্লা ও মো. রোকন উদ্দিন মোল্লাসহ প্রমুখ। এসময় দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ নারী-পুরুষ মরহুমার রুহের মাগফিরাত কামনায় এ দোয়ায় শরীক হন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মর শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শীতের তীব্রতা বাড়ায় মানবিক কারনেই প্রতিষ্ঠানটি শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহন করেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































