ছবি : আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরই নিজের ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন জারা।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে দেয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।’

এর আগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুক্ত হওয়ায় ২৭ ডিসেম্বর এনসিপি থেকে তিনি পদত্যাগ করেন। পদত্যাগের পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দেন।
কিন্তু মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া এক শতাংশ ভোটারের তালিকায় অসংগতির অভিযোগে পাওয়া যায়। তাই রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তাসনিম জারা। আপিল শুনানি শেষে কমিশন তার পক্ষে রায় দেন এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এদিন একই সঙ্গে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন : ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে’
উল্লেখ্য, এবারের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। শনিবার (১০ জানুয়ারি) শুরু হওয়া এসব আপিলের শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
আপন দেশ/এসএস/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































