গত কয়েক সপ্তাহ ধরেই অস্থির কাঁচাবাজার। সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। ৮০-১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। ‘গরিবের প্রোটিন’ হিসেবে পরিচিত ডিমের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বস্তি নেই মাছ-মুরগির বাজারেও। এবার মূল্য বৃদ্ধির তালিকায় যোগ হয়েছে আরও কিছু নিত্যপণ্যের দাম। বিশেষ করে আটা, ময়দা, মসুর ডালের দাম বেশ খানিকটা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো।