Apan Desh | আপন দেশ

বিএনপি নেতা অলির কন্যা সাদিয়া’র বিয়ে সম্পন্ন করলেন তারেক রহমান

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৩২, ৩১ আগস্ট ২০২৫

বিএনপি নেতা অলির কন্যা সাদিয়া’র বিয়ে সম্পন্ন করলেন তারেক রহমান

ছবি: আপন দেশ

তারেক রহমানের উদ্যোগে সম্পন্ন হলো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লার দ্বিতীয় কন্যা সাদিয়া সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা। 

পুলিশের গুলিতে নিহত হন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা অলি। তার দ্বিতীয় কন্যা সাদিয়া সুলতানার বিয়ের আয়োজন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩১ আগস্ট) দুপুরে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে ‌‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। তারা মরহুম অলির কন্যা ও তার নতুন জামাতার হাতে উপহার সামগ্রী ও বিয়ের খরচ বাবদ আর্থিক সহায়তা তুলে দেন।

আরও পড়ুন>>>শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলায় বিএনপি নেতা বহিষ্কার

এ অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন-এর নেতৃত্বে একটি দল উপস্থিত ছিল। দলে ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ মনিরুজ্জামান, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, মহিলা দলের কেন্দ্রীয় সদস্য নুরজাহান পারভীন ঝর্না, সাতক্ষীরা জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস. আই. আশা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ জুলাই পুলিশি হত্যাকাণ্ডের শিকার হন বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা অলি। এর আগেও তারেক রহমান মরহুম অলির বড় কন্যা নাঈমা সুলতানার বিয়ের দায়িত্ব নিয়েছিলেন।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!