Apan Desh | আপন দেশ

শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ০১:০২, ৩১ আগস্ট ২০২৫

শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণসভা অনুষ্ঠিত

ছবি: আপন দেশ

শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে সভার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এ সভা হয়। সভার আয়োজক অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নিউইয়র্ক প্রেস ক্লাবের উপদেষ্টা এবিএম সালেহ উদ্দীন।

প্রধান অতিথি ছিলেন,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান গবেষক অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- নজরুল ইনস্টিটিউটেট শিক্ষক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ।

স্মরণসভায় আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, একই বিভাগের ড. মুমিত আল রশিদ, প্রবীণ সাংবাদিক এলাহী নেওয়াজ খান এবং লেখক ও গবেষক শেলি পারভীন।

এছাড়া, সভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

তারা অধ্যাপক সিরাজুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেনন। বক্তারা তার শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের কথা তুলে ধরেন। বক্তারা অধ্যাপক সিরাজুল হকের কর্মময় জীব, জীবন দর্শন ও লেখনীকে স্বরণ করেন। 

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি বলেন, অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তার চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

অধ্যাপক সিরাজুল হক ২০২৫ সালের ২৬ জুন নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি শিক্ষা ও গবেষণাক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত ছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়