
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দীর্ঘ দিন ধরে ভারত ও বাংলাদেশের রুপালী জগৎ দাপিয়ে বেড়াচ্ছেন এ চিত্রনায়িকা। এবার নতুন ভূমিকায় দেখা যাবে জয়াকে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ খবর।
দীর্ঘ সাত বছর পর ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’। এবারের আসরে বিচারকের আসনে থাকছেন জয়া আহসান। এবারই প্রথম এ চিত্রনায়িকাকে দেখা যাবে বিচারকের ভূমিকায়। তাই নতুন এ দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন জয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবিসহ একটি পোস্ট দেন জয়া। সেখানে তাকে লাক্স সুপারস্টার প্ল্যাটফর্মের একজন মেন্টর হিসেবে নতুন রূপে দেখা যায়। বেগুনি রঙের শাড়িতে অসাধারণ সাজ তার; যা জয়াকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। শাড়ির সঙ্গে মানানসই গহনা এবং হালকা মেকআপে ফুটে উঠেছে তার স্নিগ্ধতা।
আরও পড়ুন<<>>নতুন সুখবর দিলেন মিথিলা
সে পোস্টে জয়া লিখেছেন, লাক্স সুপারস্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত যে, আমি অসাধারণ নারীদের তাদের আত্মবিশ্বাসী পদার্পণ এবং তাদের প্রতিভা দেখতে যাচ্ছি। আমার লক্ষ্য নতুন কণ্ঠস্বরকে প্রেরণা দেয়া, নতুন প্রতিভাকে লালন করা এবং লাক্সের সুনাম আরও উজ্জ্বল হয়ে ওঠার সুনাম নিশ্চিত করা। আসুন, একসঙ্গে নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং অপ্রতিরোধ্য স্পৃহা উদযাপন করি।
তিনি আরও জানান, লাক্স সুপারস্টার ২০২৫-এর এপিসোডগুলো ২৯ আগস্ট রাত ৯:৩০টায় সরাসরি সম্প্রচারিত হবে।
উল্লেখ্য, লাক্স সুপারস্টার সবসময়ই একটি গ্রুমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে প্রতিযোগীরা তারকা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পান। এরই ধারাবাহিকতায়, এবারের আসরেও অভিনয়, স্টাইলিং, কনটেন্ট মেকিংসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের শেখাতে এবং সাহায্য করতে পুরো জার্নিতে থাকবেন অভিজ্ঞ শিল্পী, ইনফ্লুয়েন্সার এবং স্টাইলিস্টরা। জয়া আহসান ছাড়াও এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।