Apan Desh | আপন দেশ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:২৪, ৩১ আগস্ট ২০২৫

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। যদিও নিজেদের ভুলে শিরোপা হাতছাড়া করলেও গর্বের জয় দিয়ে আসর শেষ করেছে লাল-সবুজের জার্সিধারীরা।

এর আগে ভুটানের বিপক্ষে বাংলাদেশ ১-১ গোলে ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই ভারতের শিরোপা নিশ্চিত হয়েছিল। সে সুযোগ কাজে লাগিয়ে নেপালকে হারিয়ে আগেভাগেই ট্রফি জিতে নেয় ভারত।

তবে রোববার (৩১ আগস্ট) ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে প্রতিশোধের ম্যাচে ইতিহাস গড়ে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ শুরুর মাত্র ২৯ সেকেন্ডের মাথায় মামোনি চাকমার ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দেন পূর্ণিমা মারমা। তবে ৯ মিনিটেই সমতায় ফেরে ভারত। বাংলাদেশের রক্ষণের ভুলে গোল করেন আনুশকা কুমারী।

আরওপড়ুন<<>>বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!

৩৪ মিনিটে আলপি আক্তারের গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মামোনির ক্রস থেকে গোল করে ব্যবধান বাড়ান ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। তবে ৬৫ মিনিটে আবার সমতায় ফেরে ভারত। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন প্রীতিকা বর্মণী। শেষ সময়ের নাটকে ৮৯ মিনিটে ভারতের হয়ে সমতাসূচক গোল করেন ঝুলান নংমাইথেম।

ম্যাচ যখন ড্রয়ের পথে, তখন যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নাটকীয় মুহূর্ত। রেয়ার পাস ধরে প্রীতি শট নেন, গোলরক্ষক মুন্নি তা ঠেকালেও বল ডিফেন্ডার দিব্যানি লিন্ডারের গায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে জালে জড়ায়। তাতেই ৪-৩ গোলে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে বাংলাদেশ।

গ্রুপ পর্বে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে ফাইনাল ম্যাচে প্রতিশোধের জয় দিয়ে আসর শেষ করল প্রীতি-আলপিরা। শিরোপা হারানোর হতাশা থাকলেও ভারতকে হারিয়ে গর্বের জয়ই এখন লাল-সবুজের মেয়েদের মুখে হাসি ফোটাচ্ছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়