Apan Desh | আপন দেশ

নতুন মিশনে ইংল্যান্ডে গেলেন যুবারা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৫, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৮:৫৮, ১ সেপ্টেম্বর ২০২৫

নতুন মিশনে ইংল্যান্ডে গেলেন যুবারা

বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে গেলেন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট দল। রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা ত্যাগ করে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। এরপর বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।

আগামী বছরের শুরুতে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের ১৬তম আসর। তার আগে নিজেদের গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার নিজেদের আরও ঝালিয়ে নিতে ইংল্যান্ড সফরে গেলেন যুবারা। 

আরও পড়ুন<<>>শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ

ইতোমধ্যে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফরম্যান্স করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার ইংল্যান্ডের কন্ডিশনে নিজেদের প্রমাণ করার অপেক্ষায় যুবা টাইগাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন, ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ড বাই : আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি, মোহাম্মদ সবুজ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়