Apan Desh | আপন দেশ

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেনসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ২৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:১২, ২৬ আগস্ট ২০২৫

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেনসহ নারী আটক

জব্দকৃত কোকেন ও কাস্টমস কর্মকর্তা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮ দশমিক ৬৬ কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে এ মাদকসহ তাকে আটক করা হয়। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকায় পৌঁছান ওই নারী।

আটক নারীর নাম কারেন পেটুলা স্টাফেল। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

আরওপড়ুন<<>>সীমান্তে সাত মাসে বিএসএফের গুলিতে ২২ বাংলাদেশি নিহত

কাস্টমস সূত্রে জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (নম্বর QR638) পেটুলা স্টাফেল ঢাকায় পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির অংশ হিসেবে ফ্লাইট থেকে নামার পর তাকে শনাক্ত করা হয়। পরে কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে তিনটি প্লাস্টিকের জার উদ্ধার করেন। জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির প্যাকেটে মোড়ানো কোকেন পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় সেটি কোকেন বলে নিশ্চিত হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, আটক যাত্রীর পাসপোর্ট নম্বর R1165532 এবং বোর্ডিং পাস নম্বর 7IBAHK। ঘটনার সময় বিমানবন্দর থানার পুলিশ ও অন্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ ঘটনায় মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি আইন ও কাস্টমস আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় বিদেশ থেকে দেশে বিপুল পরিমাণ কোকেন প্রবেশের চেষ্টা ভেস্তে গেছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়