Apan Desh | আপন দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিবেশ, চলছে ১৪৪ ধারা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৯, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:১৩, ১ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিবেশ, চলছে ১৪৪ ধারা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দুদফা সংঘর্ষের ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরা এলাকায় সোমবার (০১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত জারি রয়েছে ১৪৪ ধারা।

এর আগে রোববার (৩১ আগস্ট) হাটহাজারী উপজেলা প্রশাসন এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, শনিবার (৩০ আগস্ট) রাতভর সংঘর্ষের পর থমথমে পরিস্থিতিতে আজ ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেইট এলাকায় ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সেজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা ও শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব থেকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয়পাশে ১৪৪ ধারা জারি করা হলো। এ অবস্থা রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত বলবত থাকবে।

এ সময়ে এসব এলাকায় সব সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হলো। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।

আরওপড়ুন<<>>হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় ইতোমধ্যে থমথমে পরিবেশ বিরাজ করছে। পুরুষশূন্য অবস্থায় আছে গোটা জোবরা গ্রাম। হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযানে নেমেছে যৌথবাহিনী।

সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আহত হন। এ কারণে আজও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও সর্বত্র উত্তেজনা বিরাজ করছে। ১৪৪ ধারা প্রত্যাহার বা বর্ধিতকরণ নিয়ে উপজেলা প্রশাসনের পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়