Apan Desh | আপন দেশ

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩, ৩১ আগস্ট ২০২৫

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!

তামিম ইকবাল: ফাইল ছবি

গত বছরের আগস্টে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই রব উঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসছেন তামিম ইকবাল। তবে সে সময় জাতীয় দলের খেলোয়াড় হিসেব নাম থাকায় বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর সে আলোচনা হালে পানি পায়। এবার সত্যি আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক এ টাইগার দলপতি। 

সংবাদমাধ্যমকে তামিম নিজেই জানিয়েছেন অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি অংশ নেয়ার কথা। তিনি বলেছেন, যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেবো কি না। এটি বলতে পারি যে, খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে আছি। কাউন্সিলর তো হবোই।

আরও পড়ুন<<>>অধিনায়ক লিটনের ফিফটিতে বাংলাদেশের বড় জয়

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছেড়েছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর এনএসসি কোটায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবি প্রধান হিসেবে নিয়োগ দেয়। যদিও তিনি ৯ মাসের বেশি টিকতে পারেননি, দুর্নীতি-অনিয়মের অভিযোগ নিয়ে বিদায় নিতে হয়েছে। বর্তমানে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন।

গত কিছুদিন ধরে আলোচনা চলছে নির্বাচন পিছিয়ে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে দেয়ার। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) চাইলে বর্তমান সভাপতি বুলবুল পরিচালক পদে থেকে বিসিবি সভাপতি পদের জন্য লড়াইয়ে অংশ নিতে পারেন। এ আলোচনার মাঝেই নতুন করে সামনে এসেছে, তামিমের নির্বাচনে অংশ নেয়ার খবর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়