Apan Desh | আপন দেশ

সিপিএলে নতুন রেকর্ড গড়লেন সাকিব

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:০৩, ১ সেপ্টেম্বর ২০২৫

সিপিএলে নতুন রেকর্ড গড়লেন সাকিব

সিপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির পর সাকিব আল হাসান

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বিধ্বংসী ইনিংসই খেললেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ২০ বলে করেছেন ফিফটি, যা তাঁর ক্যারিয়ারে যৌথভাবে দ্রুততম। টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে তার দ্রুততম অর্ধশতক।

রোববার (০১ সেপ্টেম্বর) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ২৬ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও সমান সংখ্যক চার। তার এ ব্যাটিংয়ে চার উইকেটে ২০৪ রানের স্কোর পায় অ্যান্টিগা। ৩৭ বছর বয়সী এ অলরাউন্ডার গত বছর বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন। তবে সিপিএলের ইনিংস দিয়ে এবার তিনি স্ট্রাইক রেটে নিজের রেকর্ড ভেঙেছেন—তখন স্ট্রাইক রেট ছিল ২২২.৫৮, এবার সেটা করেছেন ২৩৪.৬১!

আরও পড়ুন<<>>বাংলাদেশের সিরিজ জয়, নাকি নেদারল্যান্ডসের সমতা

অবশ্য সাকিবের ঝড়ো ব্যাটিংয়ের পরও ম্যাচের আসল নায়ক ছিলেন মূলত নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। ৫৩ বলে ১২৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। তাতে ছিল ৯টি ছক্কা ও ১০টি চার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ঢাকা পড়ে যায় সাকিবের ইনিংস, আর সেন্ট লুসিয়া কিংস ১৩ বল বাকি থাকতেই ছয় উইকেটে জয় তুলে নেয়। 

যদিও বল হাতে সাকিবের দিনটা ভালো কাটেনি। বাঁহাতি এই স্পিনার দুই ওভারে কোনও উইকেট পাননি, খরচ করেছেন ৩২ রান। বিশেষ করে সেইফার্ট তাকে তুলোধোনা করেছেন—পাওয়ারপ্লের শেষ ওভারে সাকিবের দ্বিতীয় ওভারে তিনটি চার ও দুটি ছক্কায় তুলেছেন ২৪ রান। এর আগে চতুর্থ ওভারেও সাকিবকে ছক্কা মেরেছিলেন কিউই ব্যাটার।

এ পরাজয়ে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস সিপিএল পয়েন্ট টেবিলে সাত পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে আছে ত্রিনবাগো নাইট রাইডার্স, আর দ্বিতীয় স্থানে সেন্ট লুসিয়া কিংস। আট ম্যাচে ফ্যালকনস জিতেছে মাত্র তিনটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়