Apan Desh | আপন দেশ

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৮:২৯, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৮:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

ছবি সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জনের অধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে আহত ১১৫ জনের বেশি মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন<<>>গাজা যুদ্ধে ৯০০ ইসরায়েলি সেনা নিহত

এ ভূমিকম্প শুধু সীমান্তবর্তী অঞ্চলে সীমাবদ্ধ থাকেনি। রাজধানী কাবুল, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে, সেখানে কয়েক সেকেন্ড স্থায়ী কম্পন অনুভূত হয়। একই সঙ্গে প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া গেছে।

প্রকৃতির এ অপ্রত্যাশিত আঘাত স্মরণ করিয়ে দিল ২০২৩ সালের ৭ অক্টোবরের ভয়াল দিনটির কথা। সেদিন আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্পে প্রায় ৪ হাজার মানুষের প্রাণহানি ঘটে, যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বিবেচিত হয়।

আফগানিস্তানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। কারণ এই অঞ্চলটি ফল্ট লাইনের কাছে অবস্থিত। যেখানে ইন্ডিয়ান এবং ইউরেসিয়ান টেকটনিক প্লেট মিলিত হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়