
ছবি: আপন দেশ
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (AGM) সম্পন্ন হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার মালিবাগে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান মইনুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। তারা হলেন—পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক কাজী মনিরুজ্জামান, জাফর ইকবাল এনডিসি, পর্যবেক্ষক মো. শাহ আলম, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অব রুপালী ইন্স্যুরেন্স কো. লিমিটেড ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মোঃ ড্যানিয়েল, ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব, এফসিএস ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার সভায় যোগ দেন। সভাটি উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব, এফসিএস।
সভায় শেয়ারহোল্ডাররা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন। সিদ্ধান্তগুলো হলো-
১. নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন: ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে শেষ হওয়া বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং পরিচালক ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন করা হয়।
২. লভ্যাংশ ঘোষণা: ২০২৩ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
৩. নিরীক্ষক নিয়োগ: ২০২৪ সালের জন্য কোম্পানির স্ট্যাটুটরি ও কমপ্লায়েন্স অডিটর নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মইনুল ইসলাম শেয়ারহোল্ডারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের আস্থা ও সহযোগিতার কারণেই আমরা এগিয়ে যাচ্ছি। তিনি কোম্পানির টেকসই প্রবৃদ্ধি, স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা ও সর্বোচ্চ করপোরেট গভর্ন্যান্স নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
শেয়ারহোল্ডাররাও কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদের প্রশংসা করেন। তারা বলেন, কোম্পানি পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা করতে আন্তরিক। একইসঙ্গে দেশের বীমা খাতের উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।