Apan Desh | আপন দেশ

ভিসা নিয়ে কঠোর বার্তা দিল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৯, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:১৩, ১ সেপ্টেম্বর ২০২৫

ভিসা নিয়ে কঠোর বার্তা দিল মার্কিন দূতাবাস

ছবি: সংগৃহীত

ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি রোধ ও অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবে।

আরওপড়ুন<<>>ডেপুটি গভর্নর ড. হাবীব নজরদারিতে, ফেরত দিল এয়ারপোর্ট

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

এতে আরও বলা হয়, একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না। যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়